মঙ্গলবার, ৬ জুন, ২০১৭


বিভিন্ন মেহেদীর ডিজাইন:
অনেক বন্ধুরাই আমাদের অনুরোধ করেছেন এই ঈদে মেহেদী ডিজাইনের জন্য। আর সেকারণেই আপনাদের জন্য আমাদের পছন্দের সেরা এক্সক্লুসিভ ১০ টা মেহেদি ডিজাইন শেয়ার করা হচ্ছে। ঈদের দিনে মেহেদী লাগিয়ে নিজেকে উপভোগ করুণ। খুজে নিন আপনার সেরা ডিজাইনটি , আর সেই সাথে শেয়ার করুণ সবার সাথে পহেলা বৈশাখের দিন পর্যন্ত। মেহেদি লাগানোর সময় দেখে নিতে পারবেন খুব সহজেই।
beautiful-elegant-mehndi-designs
Modern-Space-Design
latest-Altra-Flash-mehndi-designs
New-Bridal-Mehndi-Designs-for-New-Year
pakistani-menhdi-designs-for-hands
Mehedi-N-Style-Design
Bangla-DEsign-Bhaishaki-LOOK-533x400
Sarees-Design
simple-hand-mehndi-designs
Hemika-Mehidi-Design-584x400
easy-mehndi-designs
Gorgeous-Design-600x400
Mehndi-Design-Unique
মনে রাখবেনঃ
আপনি যদি হাতে ওয়াক্সিং করে থাকেন তাহলে সাথে সাথে ওইখানে মেহেদি লাগাবেন না। মেহেদি লাগানোর আগে দুই তিন দিন অপেক্ষা করুন। নয়ত আপনার ত্বকের ক্ষতি হতে পারে।
মেহেদি লাগানোর আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলে ঠিকভাবে শুকিয়ে নিন। টিউব মেহেদি লাগানোর সবছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাকে শক্ত করে ধরা। তা না হলে ডিজাইন নস্ট হয়ে যেতে পারে। লাগানোর সময় হাতের সামনে অতিরিক্ত কাপড় বা টিস্যু রাখুন যাতে অতিরিক্ত মেহেদি লেগে গেলে খুব দ্রুত মুছে ফেলা যায়।
মেহেদি লাগানোর পরে কি করবেন? যখন মেহেদি একটু একটু করে শুকাতে শুরু করে তখন আপনি একটি পাত্রে সামান্য একটু লেবুর রস আর চিনি মিশিয়ে তুলার বল দিয়ে রস টা নিয়ে হাতে মিশ্রণটি লাগান। এতে মেহেদীর রঙ আরও অনেক বেশি গাড় হয়।
সাধারণত রাতে ঘুমাতে যাওয়ার ২/৩ ঘণ্টা আগে মেহেদি লাগানো ভালো। সারা রাত হাতে মেহেদি রেখে দিলে এর রঙ ভালো হয়। মেহেদি শুকিয়ে গেলেও হাত ধুবেন না। অন্তত ৮ ঘণ্টা পানি থেকে হাত দূরে রাখুন। যত দেরীতে পানি লাগাবেন হাতে তত বেশি রঙ গাঢ় হবে।
মেহেদির রঙ তুলতেঃ
যে কোন ধরনের ব্লিচ ক্রিম অথবা টুথপেস্ট হাতে লাগিয়ে ঠিকমত শুকিয়ে নিন। এরপর হাত ঘষলেই দেখবেন আপনার হাতে লাগানো মেহেদির রঙ অনেকটাই হালকা হয়ে যাবে